chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভিক্ষার লাইসেন্স দিচ্ছে সুইডেন

চট্টলা ডেস্ক: ভিক্ষা করতেও নাকি এখন লাগবে লাইসেন্স! শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে সুইডেনের এক শহরে। মূলত শহরে কতজন মানুষ ভিক্ষা করে সে বিষয়ে তথ্য পেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সুইডেনের স্টকহোমের পশ্চিমে অবস্থিত এসকিলস্টুনা শহরে এই বিধান চালু করেছে সে দেশের কর্তৃপক্ষ।

সুইডেনের বেশ কয়েকটি শহরে ভিক্ষাবৃত্তি বেআইনি হলেও এসকিলস্টুনা শহরে চালু হলো এই ভিন্ন নিয়ম। এখানে ভিক্ষা করতে হলে সংগ্রহ করতে হবে লাইসেন্স। সুইডিশ মুদ্রায় ২৫০ ক্রোনা (বাংলাদেশী টাকায় ২৩৪০ টাকা) দিয়ে ভিক্ষুকদের সংগ্রহ করতে হবে এই লাইসেন্স।

তবে সে দেশের নাগরিকদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে ভিক্ষাবৃত্তিকে উৎসাহ দেয়া হচ্ছে যা মোটেও কাম্য নয়। এতে করে ভিক্ষা করার আইনি অধিকার পেয়ে যাচ্ছে তারা।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, শহরে কতজন মানুষ ভিক্ষা করছে, সে সম্পর্কে ধারণা পেতেই এ পদক্ষেপ নিয়েছেন তারা।

প্রসঙ্গত, কোনো ভিক্ষুক যদি লাইসেন্স ছাড়া ধরা পড়ে সেক্ষেত্রে তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, ৪ হাজার সুইডিস ক্রোনা ( বাংলাদেশী টাকায় প্রায় ৩৮,০০০ টাকা)। মূলত ২০১৯ সালের আগস্ট থেকেই ভিক্ষুকদের জন্য এই লাইসেন্স দেওয়া শুরু করে এসকিলস্টুনা শহরের কর্তৃপক্ষ।

সিশা/এমকে/চখ

এই বিভাগের আরও খবর