chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাকা-শারজাহ টিকেট উন্মুক্ত করেছে বিমান বাংলাদেশ

চট্টলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ফ্লাইটটি। এর আগে ২০২০ সালে করোনাভাইরাসের কারণে এ রুটে ফ্লাইট বন্ধ হয়েছিল।

বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। আজ বিকেল ৩টা থেকে টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

আরও বলা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত সোয়া ২টায়।

এছাড়া, ফ্লাইট বিজি-১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর