chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ থেকে শুরু হচ্ছে বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট

আজ ১৬ ডিসেম্বর থেকে ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল।

জানা গেছে, আজ ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে দুপুর ৩টা ২০ মিনিটে চেন্নাইতে অবতরণ করবে। এটিই দক্ষিণ ভারতে বিমান বাংলাদেশের প্রথম গন্তব্য। ফিরতি ফ্লাইটটি (বিজি৩৬৪) বিকাল ৪টা ১৫ মিনিটে উড্ডয়ন করে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছাবে।

মেডিক্যাল ট্যুরিজম এবং বিজনেস ট্রাভেল সেগমেন্টে ব্যবহৃত হবে এই সার্ভিসটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং ইন্ডিগো ছাড়াও এই রুটে চলাচলকারী তৃতীয় বিমান সংস্থা হবে বিমান বাংলাদেশ।

ভারতীয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টের একজন মুখপাত্র বলেন, শহরের যাত্রীরা চীনের গুয়াংজু এবং কানাডার টরেন্টোর সাথে নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে ট্রানজিট ভিসার প্রয়োজন হয় না।

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর