chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুফতি আবদুছ সামাদ সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদার (৮১) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে ৭ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অসংখ্য আলেম গড়ার কারিগর মুফতি মাওলানা আবদুছ সামাদ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুযোগ্য সাধক ও আলেমে দ্বীন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন মাওলানা মুফতি আব্দুস সমাদ। এ প্রবীণ আলেম অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

হাজারো আলেমের ওস্তাদ মাওলানা মুফতি আবদুছ সামাদ সিকদার মৃত্যুকালে ৫ ছেলে ছয় মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন।

তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রামের পিতা। বুধবার বিকাল সাড়ে ৫ টায় গন্ডামারা নিজ বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর