chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থানায় হামলা: কারাগারে ৫ আসামি

ডেস্ক নিউজ: নরেন্দ্র মোদির সফরকালে হেফাজত ইসলামের বিক্ষোভ চলাকালে হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুরের মামলায় ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ (১৩ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম(২৬), মো. রিজোয়ান আরমান(৪০), মো. আব্দুল্লাহ আল মামুন(২৩), মো. সেলিম(৪৫), আহমদ হামিদী(৩৮)।

আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলায় গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজত ইসলামের বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থাপনায় ভাংচুরের ঘটনায় গত ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ৬টি মামলা দায়ের করা হয়।

এরমধ্যে হাটহাজারী ভূমি অফিসে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুটি এবং থানায় হামলা, ডাকবাংলো ভাংচুর ও পুলিশ সদস্যকে আক্রমণের অভিযোগে আরও ৪টি মামলা করা হয়।

পরে গত মঙ্গলবার ভোরে হাটহাজারীর বিভিন্ন এলাকায়ে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

কারাগারে যাওয়া আসামিদের একজনকে একটি মামলায় এবং বাকি চারজনকে ৪টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর