chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে মরল শিশু, পুড়েছে ৭ বসতঘর

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া উপজেলায় রান্নার চুলার আগুনে পুড়েছে সাত বসতঘর। এসময়  অগ্নিদগ্ধ হয়ে তিন বছরের এক শিশুর মর্মান্তির মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম গনেশ নাথ । সে ওই এলাকার বিধান নাথের ছেলে।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী মধ্যম নাথ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আগুনে স্থানীয় বাসিন্দা বিধান নাথ, বিকাশ নাথ, প্রদীপ নাথ, সুজিত নাথ, সুকুমার নাথ, ঝন্টু নাথ ও টুন্টু নাথের সাতটি বসতঘর।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের  স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পারুয়া ইউনিয়নের কাটাখালী নাথপাড়া এলাকায় চুলার আগুন বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা সবাই দ্রুত ঘর থেকে বের হয়ে এলেও শিশু গনেশ নাথ বের হতে পারেনি। এতে ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যায় সে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এরপর পুড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর