chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বগুড়ায় অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ নব্য জেএমবির ৪ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ:  বগুড়ার শিবগঞ্জে নব্য জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ দুপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বগুড়া জেলা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ তানভীর আহম্মেদ ওরফে আবু  ইব্রাহিম (২৫), মোঃ জাকারিয়া জামিল (৩১), মোঃ আতিকুর রহমান (২৮), ও মোঃ আবু সাঈদ (২২)।

ডিআইজি আব্দুল বাতেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি দেশি তৈরি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু, একটি চাপাতি, এক কেজি বিস্ফোরক দ্রব্য (পটাশিয়াম ক্লোরেট), দুইটি লাল টেপ, চারটি ব্যাটারি, কিছু বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত ব্যক্তিরা নিজেদের নব্য জেএমবি’র দায়িত্বশীল পদধারী  হিসেবে স্বীকার করে এবং এখানে মিটিং করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করতে চাচ্ছিল বলে জানান। উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে ৫০টির মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বানানো সম্ভব ছিল।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাস বিরোধী আইনে পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর