chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লিবিয়ায় ১১টি গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার তারহুনা অঞ্চলে গেল বৃহস্পতিবার ও শুক্রবার ১১টি গণকবরের সন্ধান পায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। বিভিন্ন গণকবর, হাসপাতাল মর্গ থেকে শনিবার পর্যন্ত ১৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

৫ জুন তারহুনার হাসপাতাল মর্গে নারী ও শিশুসহ ১০৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের শরীরেই নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আরও একটি হাসপাতাল থেকে ৩৭ জনের মরহেদ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব এ ছাড়াও কোয়াসর বিন ঘাশির এলাকায় আরো ১৫টি মরদেহ পাওয়া যায়।

লিবিয়ায় ১১টি গণকবরের সন্ধান

রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলটি হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তারা জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত ছিল।

৬ জুন দক্ষিণ ত্রিপোলি থেকে আরো ১৪টি মরদেহ উদ্ধার করা হয়। ৮ থেকে ১০ জুনের মধ্যে তারহুনার বিভিন্ন গণকবর ও কূপ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়।

১১ জুন দেশটির সেনাবাহিনী গণকবর থেকে আরো ৩টি মরদেহ উদ্ধার করে। সম্প্রতি তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী।

এরপর থেকেই বিভিন্ন স্থানে মৃতদেহ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে।

 

এই বিভাগের আরও খবর