chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলীর বধ্যভূমিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগর আওয়ামী লীগ বধ্যভূমি ফুল দিয়ে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায়। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, সংস্কৃতি ও সামাজিক সংগঠনগুলো দল বেঁধে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাছির উদ্দিন বলেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি। এমনকি বিজয়ের পাঁচ দশক পরে এসেও বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, যারা এ দেশের স্বাধীনতা চাননি তাদের স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার নেই। তাদের যারা দোসর, সেই দোসরদেরও সব কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি। আইন করে স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নেই।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর