chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

 চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে অবরোধ

ডেস্ক নিউজ:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাফনের কাপড় পড়ে অবরোধ করছেন শিক্ষার্থীরা।

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে দশটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকরা। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মুখে পড়ে শাটল ট্রেন আধা ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই, শেখ হাসিনার বাংলায় সেকেন্ড টাইমের সুযোগ চাই’, ‘চবি সেকেন্ড টাইম, আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দেন তারা।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর