chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপির কর্মী সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পাঁচলাইশের মোহাম্মদপুরে বিএনপির কর্মী সভায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা হামলা চালিয়েছে। বুধবার (১ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।   

আহতরা হলেন- দেলোয়ার হোসেন, ফরহাদ, আজাদ চৌধুরী, জাকির হোসেন, বাবু, হাসান, শরীফ, আকাশ, মাসুদ রানা, ইমরান, ভুট্টো মাতবর, শাহেদ, ইমন, সুজন, দেলোয়ার।

পূর্ব নির্ধারিত এই সভায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ প্রধান অথিতি ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন। এসময় অর্তর্কিত হামলা চালানো হয় বলে জানা গেছে। এসময় মঞ্চ, চেয়ারও ভাংচুর করা হয়। আত্মরক্ষার্থে বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা আঘাত করেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ চট্টলার খবরকে বলেন, আজকে আমাদের নির্ধারিত সভা ছিলো। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে কর্মী সভার আয়োজন করা হয়। এতে আচমকা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ক্যাডারার রামদা, লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের নেতাকর্মীদের মারধর করে। এদের মধ্যে দেলোয়ার গুরুতর আহত হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার চট্টলার খবরকে বলেন, বিএনপির ওই সভাটি অনুমোদিত ছিলো। তবে তারা সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই জের ধরে মূলত হামলার ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাইনি। কেউ যদি থানায় এসে অভিযোগ করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর