chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাসপাতালে ভর্তি নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নেদারল্যান্ডস হেড কোচ রোনাল্ড কোম্যান। রাজধানী আমস্টারডামের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার ম্যানেজমেন্ট কোম্পানি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, জরুরি অবস্থায় কোম্যানের বুকে অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখন তিনি ভালো আছেন। সুস্থ হতে তার কয়েক দিন বিশ্রাম দরকার। আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।

বর্ণিল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ১৯২ ম্যাচ খেলেন কোম্যান। এ ছাড়া আয়াক্স-আইন্দোফেনেও খেলেন ৫৭ বছর বয়সী ডাচ কিংবদন্তি। খেলোয়াড়ি জীবনে শেষে সাউদাম্পটন, এভারটন, আয়াক্স, পিএসভি আইন্দোফেন, বেনফিকা ও ভ্যালেন্সিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। মাঝে পালন করেন বার্সার সহকারী কোচের দায়িত্বও।

২০১৮ সালে নেদারল্যান্ডসের কোচ হন কোম্যান। ১৯৮২-১৯৯৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে ১৪ গোল করেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করেন কোম্যান।

এই বিভাগের আরও খবর