chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রদীপ দম্পতি দুর্ণীতি মামলায় আরো ৪ জনের স্বাক্ষ্যগ্রহণ

আইন-আদালত ডেস্ক : কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলায় আরো চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে স্বাক্ষীদের স্বাক্ষ গ্রহণ করেন বিচারক মুন্সী আব্দুল মজিদ। আদালত আগামী ১১ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করে আদালত।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল আজ। সে অনুযায়ী আজকে চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ১১ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এ মামলায় এখন পর্যন্ত ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য : ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। সিনহা হত্যা মামলায় প্রদীপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে তিনি ওই মামলায় কারাগারে রয়েছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর