chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুপুর দুইটায় বর্ষবরণের অনুষ্ঠান শেষের নির্দেশনা সিএমপির

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের অনুষ্ঠান দুপুর দুইটার মধ্যে শেষ করা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে আসা দর্শনার্থীদের বড় ব্যাগ বহন ও বাজি-পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুপুর দুইটার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থল থেকে দর্শনার্থীদের চলে যেতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের মুখোশ ব্যবহার করা যাবে না। বর্ষবরণের অনুষ্ঠানস্থল ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বাহির পথ অনুরসণ  করা, বড় ব্যাগ, পোটলা, ব্যাক প্যাক বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও রয়েছে,  অনুষ্ঠানে আসা নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি সৌজন্যমূলক আচরণ,সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা, মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা এবং উৎসব প্রাঙ্গণে কোনো খাবারের দোকান স্থাপন না করার কথা বলা হয়েছে।

 

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর