chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওয়াশিংটনকে জোরালো অনুরোধ করলেনঃ পররাষ্ট্র

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন ও নিরাপত্তা সংলাপে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এখন ওয়াশিংটনে । 

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটরদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি র‍্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান।

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা তুলতে ওয়াশিংটনে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সহজেই র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না বলেও ধারণা করছেন বাংলাদেশের নীতি নির্ধারকরা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোরালো আশ্বাসও মেলেনি।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর জন ওসাফ, চাক শুমার, কংগ্রসম্যান অ্যামি বেরা, স্টিভ চ্যাভটের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যুর পাশাপাশি র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোরালো অনুরোধ করেন ড. মোমেন।

 

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ওয়াশিংটনে নিরাপত্তা সংলাপে যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। নিরাপত্তা সংলাপে সন্ত্রাস প্রতিরোধে র‍্যাবের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান ও হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিরিউটি কাউন্সিলের সিনিয়র পরিচালক সুমনা গুহের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মাসুদ বিন মোমেন। সেই বৈঠকেও র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানান পররাষ্ট্র সচিব।

 

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে যুক্তি বাংলাদেশ তুলে ধরেছে, সেটা হলো এই ধরণের নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। সে কারণে র‍্যাবের কর্মকর্তাদের ছাড় দেওয়ার জন্যও জোরালো অনুরোধ জানানো হয়।

 

ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সুইচ অন অফের মতো নয়। এটা তারা (যুক্তরাষ্ট্র) চাইলেও হঠাৎ করে প্রত্যাহার করতে পারবে না। এটার একটির প্রসেস রয়েছে। এদেশের প্রায় জিনিসের প্রসেস আছে। আমাদের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে।

ইহ//চখ

এই বিভাগের আরও খবর