chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১০ হাজার টাকায় আইফোন বেচে পুলিশের হাতে ধরা ৪ চোর

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকায় মেলে আইফোন, স্যামসাং, রেডমিসহ নামী-দামী ব্রান্ডের সকল মোবাইল ফোন। দামে সস্তা ও সহজলভ্য হওয়ায় ক্রেতাও বেশ ভালো। তবে সব মোবাইল বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই করা আনা।

সোমবার (৪ এপ্রিল) রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করার পর এমন তথ্য উঠে আসে। অভিযানে ২৮টি মোবাইল ও ৪টি  চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। পুলিশ বলছে এরা সকলেই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।

গ্রেফতারকৃতরা হলো- তাসলিমা বেগম (২০), মো. মুজিবুর রহমান(২৫), ইমরান (২৬) ও মো. রিপন (৩২)।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চট্টলার খবরকে বলেন, গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধ চোর চেক্রের সদস্য। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই হওয়ার মোবাইল ফোনগুলো তাদের কাছে চলে আসতো। তারা আবার এসব মোবাইল বিভিন্ন এজেন্টের মাধ্যমে বাইরে বিক্রি করে দিতো। মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকার আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের মোবাইল পাওয়া যায়।

এমএইচকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর