chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ: আজ রাতে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। র্যাবের ওপর নিষেধাজ্ঞার পর নতুন করে আলোচনা হবে এ সফরে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বলেছেন, উন্মুক্ত ও সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্র ইন্দোপ্যাসিফিক কৌশল বাস্তবায়ন করলে তাতে যুক্ত হতে পারে ঢাকা। তবে কারো রাজনৈতিক কৌশল বাস্তবায়নের হাতিয়ার হবে না বাংলাদেশ।

আগামী ৪ এপ্রিল দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সাম্প্রতিক সফরে আবারও সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি জিসোমিয়ার খসড়া বাংলাদেশকে হস্তান্তর করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান এখনও চূড়ান্ত নয়। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার এবারের যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ইন্দোপ্যাসিফিক জোটে বাংলাদেশকে চায় ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যদিও এই জোটের রূপরেখা ও কর্মপরিধি এখনও চূড়ান্ত নয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সব দেখেশুনে সিদ্ধান্ত নিতে চায় বাংলাদেশ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর