chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২ লাখ টাকা জরিমানা গুনল আলিফ রেস্টুরেন্ট

চট্টলার ডেস্ক:অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের জেরে নগরীর একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ মার্চ) সকালে নগরীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালানো হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে রান্নাঘরে খাবার তৈরি ও বিক্রির জেরে আলিফ রেস্টুরেন্টকে জরিমানা করে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, চসিকের নিয়মিত অভিযানের সময় ওই প্রতিষ্ঠানে কিছু অসঙ্গতি দেখে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সর্তক করে দেওয়া হয়েছে।

এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর