chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার তাগিদ দিলেন নওফেল

চট্টলার ডেস্ক:গতানুগতিক শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীদের যুগপযোগী ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (২৭ মার্চ) বেলা ১১ টায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্রপতির অনুমোদনেক্রমে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, শিক্ষার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করে যেতে হবে। সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্রিল্যান্সিংয়ে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সেক্টরে শিক্ষার্থীদেরকে আরও বেশি সম্পৃক্ত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে হবে। ভাষাগত দক্ষতার পাশাপশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিতে হবে।

বিগত কয়েক বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেড়েছে দাবি করে উপমন্ত্রী বলেন, সরকার উচ্চ শিক্ষাকে দেশবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। শিক্ষায় ডিজিটাল পদ্ধতির প্রবর্তন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, অধিকতর শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও অন্তর্ভুক্ত করাসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সরকার শিক্ষার সম্প্রসারণ করে যাচ্ছে। এসব সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জীবনের মান উন্নয়ন করতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ বিভিন্ন সরকারি উচ্চ পর্দস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর