chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুরু হলো সাউদার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন শুরু হয়েছে। । সমাবর্তনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সভাপতিত্ব করছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

রবিবার  (২৭ মার্চ) সকাল ১১টার দিকে নগরের বায়জিদ থানাধীন আরেফিন নগরে সাউদার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন শুরু হয়।

সমাবর্তনে চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০ জন শিক্ষার্থী। এছাড়াও ভাইস চ্যান্সেলর অনার রুল ৩৯ জন, ডিন অনার রুল ৩৮ জন এবং গ্রাজুয়েট একাডেমিক অ্যাক্সিলেন্স পাচ্ছেন ৯ জন শিক্ষার্থী। বিভিন্ন বিভাগের মোট ৭ হাজার ৮৫৩ জন স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীকে দ্বিতীয় সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তন বক্তা হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত রয়েছেন। এছাড়াও উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান উপস্থিত রয়েছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর