chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুক্রবার দেড় ঘণ্টা বন্ধ থাকছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ মার্চ  (শুক্রবার) ভোর সাড়ে ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়েকে যান চলাচল বন্ধ থাকবে। সীতাকুণ্ড থানার ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওয়ার ব্রিজের ডিকবিম কাজের জন্য এ সময়ে যান চলাচলে বন্ধের সিদ্ধান্ত নিয়ে সড়ক ও জনপথ বিভাগ।

সোমবার (১৪ মার্চ) দুপুর ৩ টায় সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজারে স্টিল ফুটওয়ার ব্রিজের কাজ চলমান রয়েছে। আগামী ১৮ মার্চ ওই ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপ করা হবে। আমরা চাইলেই সড়ক খোলা রেখে কাজ করতে পারতাম। তবে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে যান চলাচল বন্ধ রাখছি। আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এক প্রশ্নের উত্তরে এই প্রকৌশলী বলেন, এই মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় বিকল্প হিসেবে যাত্রীদের বায়োজিদ লিংক রোড ও চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড ব্যবহারের জন্য অনুরোধ করছি।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর