chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনীদের আত্মসমর্পণ করার আহ্বান পুতিনের

ডেস্ক নিউজ:ইউক্রেনে রুশ হামলা এখনো চলমান রয়েছে। এ অবরুদ্ধ অবস্থা থেকে রক্ষা পেতে কিয়েভের বাসিন্দাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

রোববার ( ৬ মার্চ) সাংবাদিকদের মাধ্যমে কিয়েভবাসীর প্রতি এ আহ্বান জানান। খবর রয়টার্স।

শনিবার (৫ মার্চ)  ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহরটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই লাখ সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে।

ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ।

মআ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর