chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ

নগরীর দেওয়ানহাট এলাকায় নবাব কমিউনিটি সেন্টারের পাশে এনেক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানা বন্ধ করার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই প্রায় ২০০ শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এখন বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ করার ফলে প্রায় ৫০০ কর্মীর রোজা-ঈদ পালনসহ জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।

এনেক্স ফ্যাশনের এক কর্মী জানান, গত ২৬ মার্চ কারখানা বন্ধের পর ধাপে ধাপে প্রায় ২০০ শ্রমিককে ছাঁটাই করা হয়। গত মাসের বেতন দিয়েছে কাটছাঁট করে। এখন যখন ইপিজেডসহ সব কারখানা খুলছে, তখন কোনো পূর্বঘোষণা ছাড়াই এনেক্স ফ্যাশন বন্ধের নোটিশ দিয়েছে।ফলে প্রায় ৫০০ পরিবার অনিশ্চিয়তায় পড়েছে। আমরা বাঁচতে চাই। কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় পরিবেশ নিশ্চিত করে কারখানা চালু করুক। না করলে আমরা না খেয়েই মরব।

এই বিভাগের আরও খবর