chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনকে সাহায্য করবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অর্থায়নের পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। এর অংশ হিসেবে দেশটিকে ৩৫ কোটি মার্কিন ডলার দেবে আর্থিক সংস্থাটি। আগামী মার্চের মধ্যেই এ অর্থ ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন বিশ্বব্যাংকের নীতিনির্ধারকেরা।

বুধবার (২ মার্চ) আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ইউক্রেনে যুদ্ধের ফলে যে মানবিক এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। যুদ্ধের কারণে বহু মানুষ আহত ও নিহত হচ্ছে এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। সেই সঙ্গে দেশের ভৌত অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ভয়ংকর ঘটনার মধ্যেও আমরা ইউক্রেনের মানুষের পক্ষে আছি।

এতে আরও বলা হয়, চলমান এই যুদ্ধ অন্য দেশকেও ক্ষতিগ্রস্ত করছে। নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যথাযথ নীতিগত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছি।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর