chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেন-রাশিয়া দ্বিতীয় দফা বৈঠকে বসবে

ডেস্ক নিউজ:ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক বসবে।

মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনীয় গণমাধ্যমের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

বুধবার (২ মার্চ) আজ এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে সূত্রগুলো এরই মধ্যে কথা বলেছে।

ইউক্রেন কোনো জোটে যোগ না দেওয়া, প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রেখেছে রাশিয়া।

অপর দিকে গ্লাভকম জানায়, ইউক্রেন যুদ্ধবিরতির পাশাপাশি তাদের দেশ থেকে রুশ সেনাবাহিনীর প্রত্যাহারের দাবি করে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর