chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র‍্যাংকিংয়ে শীর্ষে ভারত, অবনতি টাইগারদের

স্পোর্টস ডেস্কঃ আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করে নিল ভারত। অন্যদিকে বাংলাদেশ চলে গেল দশ নম্বরে।

গত রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে নেয় রোহিত শর্মার দল।

ভারত শীর্ষে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড। তবে ভারত ও ইংল্যান্ডের রেটিং সমান ২৬৯। ভগ্নাংশের হিসাবে এগিয়ে শীর্ষে ভারত। সমান ৩৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১০৪৮৪ ও ইংল্যান্ডের ১০৪৭৪। অপরদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ হলেও ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় নয়ে আছে লঙ্কানরা, বাংলাদেশ রয়েছে দশে।

ঘরের মাঠে দুই সিরিজ জিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হারলেও পৌঁছেছিল সুপার টুয়েলভে। এরপর থেকে হেরেই চলেছে টাইগাররা।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। দীর্ঘ ছয় বছর পর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আবারো শীর্ষে এলো ভারত।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর