chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দরে নিলামের গাড়ি বিক্রির কথা বলে প্রতারণা, গ্রেফতার ০২

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দরে নিলামের গাড়ি বিক্রির কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাহবুব আলম (৪২) ও মোঃ রমজান আলী (৪৮)।

এসময় তাদের কাছ থেকে ০১ টি মিতসুবিশি জিপ গাড়ি ও নগদ ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

পুলিশ জানায়, প্রতারক চক্রের মূল হোতা মোঃ মাহবুব আলম জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন জেলা শহরের বিভিন্ন মানুষের কাছে নিজেকে কখনো বন্দরের বড় অফিসার, কখনো র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো বাহিনীর বড় অফিসার পরিচয় দিয়ে বিশ্বাস স্থাপন করে। বন্দরের ঊর্ধ্বতন অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কারনে বন্দরে ভিতর তার অবাধ চলাচল সাধারণ মানুষকে আকৃষ্ট করে। এরই সুযোগ নিয়ে চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে থাকা গাড়ি বিক্রয় করার নামে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের কাছ থেকে নগদ টাকা গ্রহণ পূর্বক আত্মসাৎ করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

কেএম/চখ