chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬ তরুণীসহ ৭ রোহিঙ্গা উদ্ধার-আটক পাচারকারী

চট্টলা ডেস্ক : প্রলোভনে ফেলে বেশ কয়েকজন রোহিঙ্গা তরুণীকে পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছে পাচারকারী চক্র। এমন খবরে অভিযানে নামে র‌্যাব ১৫ কক্সবাজার।

অভিযানে পাচারের সময় ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জনকে উদ্ধার করে র‌্যাবের বিশেষ টিম। পরে তাদের দেয়া বিভিন্ন তথ্য মতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়ক থেকে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।

শুক্রবার বিকালে র‌্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন র‌্যাব- ১৫ এর অধিনায়ক মো: খায়রুল ইসলাম সরকার।

তিনি বলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা আহমদ কবিরের ছেলে মো. ইদ্রিসের নের্তৃত্বে একটি পাচারকারী চক্র চাকরি ও নানান প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা তরুণীদের অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন।

গোপনে খবর পেয়ে পাচারের আগেই ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জনকে উদ্ধার করা হয় এবং মানবপাচার চক্রের মূল হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে পাচারকারী চক্রের আরো দুই সদস্যের নাম বলেছেন ইদ্রিস।

এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা এবং যাদের পরিচয় জানিয়েছেন তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর