chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শনিবার হস্তান্তর করা হবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট

গণস্বাস্থ্য কেন্দ্রে তৈরি করোনা পরীক্ষার কিট GR Covid-19 Dot Blot আগামী শনিবার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

আজ বুধবার (২২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর টেস্ট করতে তিন হাজার টাকা খরচ হয়। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে তিনশ টাকা।মাত্র ১৫ মিনিটেই এ কিটের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে গণস্বাস্থ্য কেন্দ্রকে রক্ত সংগ্রহের অনুমতি দেয়া হয়। কিন্তু আজ বুধবার ডাক্তার, টেকনিশিয়ানদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও তাদের রক্তের নমুনা দেয়া হয়নি।

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহ করতে যেতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর