chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মসজিদুল হারাম ও নববীতে তারাবির অনুমোদন

পবিত্র রমজান মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ হবে।

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে তারাবিহ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে তারাবি হবে সংক্ষিপ্ত এবং মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর রয়টার্স ও আল-আরাবিয়াহর।

বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এমন খবর দিয়েছেন।

এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে ১০ রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম, মুয়াজ্জিনসহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় সওদা করতে পারেন।

সৌদি আরবে গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৪ জন। এতে মারা গেছেন ১০৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৯০ জন।

এই বিভাগের আরও খবর