chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পহেলা মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সুপারিশ

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ অর্থাৎ ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত প্রস্তাবটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী সাধারণ ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর