chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনবল নেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাকরি ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চারটি ভিন্ন পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নাম: সহযোগী অধ্যাপক (পুরকৌশল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), সহকারী অধ্যাপক (যন্ত্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে, ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট), প্রভাষক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং) ও টেকনিশিয়ান (তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ)।

পদসংখ্যা: মোট ১৩ জন।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর পদ সংশ্লিষ্ট বিষয়ে কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পদ্গুলোতে ৪র্থ গ্রেড থেকে ১৩ তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে, পূরণ সাপেক্ষে তাদের ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা: রেজিস্টার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০২২।

সূত্র: প্রতিষ্ঠান ওয়েবসাইট (www.duet.ac.bd)

সিশা/চখ