chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৃত্যু শূন্য দিনে আক্রান্ত হাজারের ঘরে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফের একদিনের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা হাজারে গিয়ে ঠেকেছে। তবে টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যু শূন্য দিন পার করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।

রোববার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদনে এমন তথ্যে  উঠে এসেছে। তথ্য মতে, এদিন সরকারি ও বেসরকারি ১২ টি ল্যাবে ৪ হাজার ৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৭৯৪ জন মহানগরের  এবং বিভিন্ন উপজেলায় ৩২১ জন বাসিন্দা রয়েছেন।

এখন পর্যন্ত  বন্দরনগরীর চট্টগ্রামে ১ লাখ ১৯ হাজার ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮৭৯ জন।অপরদিকে বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৩২ হাজার ২৪৮ জন।

এছাড়া মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৫৪ জন।মৃত্যুর দিক থেকে এগিয়ে রয়েছে মহানগর।এখানে ৭৩০ জন মারা গেছেন। আর উপজোলাতে এই সংখ্যা ৬২৪ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আমাদের সর্তক হতে হবে।

এর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় ৮০৯ জন সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর