chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোনো লবিস্ট নিয়োগ করেনি বিএনপি

চট্টলা ডেস্ক: পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে সরকার তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন (ইসি) আইন প্রণয়নের চেষ্টা করছে। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিকে প্রেক্ষাপটে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তার অভিযোগ, সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে র‍্যাবসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। ফলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।

বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা নাকচ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করেনি বিএনপি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য। এর মানে এই নয় যে, আমরা লবিস্ট নিয়োগ দেশকে রক্ষার জন্য করেছি। দ্যাট হেজ টু বি ক্লিয়ার্ড।’

তিনি বলেন, ‘আবারো বলছি, আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে প্রিয় স্বদেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি- এটা  একেবারে সঠিক নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পরিষ্কার করে বলেছেন, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। এটা পরিষ্কার যে, দল কোনো লবিস্ট নিয়োগ করেনি। আশা করি, এ নিয়ে আপনাদের (সাংবাদিকদের) কোনো কনফিউশন আর থাকবে না।’

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, ‘আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে বিএনপি অনেক লবিস্ট নিয়োগ করেছে। বিএনপি যে কয়টা লবিস্ট নিয়োগ করেছে, সেটা খুবই অন্যায়। এর মূল উদ্দেশ্য দেশের ক্ষতি করা। আপনার-আমার মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু সেটা দেশের স্বার্থে কিনা। আওয়ামী লীগ গুড গভার্নেন্সের জন্য এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে।’

এমকে/চখ

এই বিভাগের আরও খবর