chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গোয়াল ঘরেই লুকানো ছিল ২ হাজার লিটার মদ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের একটি গোয়াল ঘরে লুকানো ছিলো ২ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ।

গোপনে তথ্য পেয়ে থানা পুলিশের টিম অভিযান চালিয়ে এসব চোলাই মদ জব্দ করার পাশাপাশি দুই উপজাতিকে আটক করে পুলিশ।

আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রামের সুব্রত চক্রবর্তীর গোয়াল ঘরে পুলিশ অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুব্রতের গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায়। এ সময় সেখান থেকে অন্যান্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় খোলা জংগল মগপাড়ার অংক্যই মারমা ছেলে আদামং মারমা (৩৪) ও একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমা (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে ছিলেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর