chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্বিতীয়বার করোনাক্রান্ত আসাদুজ্জামান নূর

ডেস্ক নিউজ: টানা দ্বিতীয়বার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর

রবিবার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ (১৭ জানুয়ারি) সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। বর্তমানে বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.