chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেজিস্ট্রেশন ছাড়াই চলছে করোনা ভ্যাকসিন কার্যক্রম

চট্টলার ডেস্ক : রেজিস্ট্রেশন ঝামেলা ছাড়াই নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে করোনা ভ্যাকসিন প্রদান করছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভ্যাকসিন কার্যক্রম। এদিন ৫ হাজার ৫ শো মানুষকে প্রথম ডোজ প্রদান করা হয়েছে।

নগরীর বাকলিয়া থানার বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১ হাজার ৫শ জন ব্যবসায়ীকে ভ্যাকসিন দেওয়া হয়।

এছাড়া চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ীর ১ হাজার জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ নেওয়া ব্যক্তিদের দুই মাস পর পরবর্তী ডোজ দেওয়া হবে।

অপরদিকে গতকাল ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্রবার নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গায় ৩ হাজার শ্রমজীবী মানুষকে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ভ্যাকসিন কার্যক্রমের তদারকি করছেন।

এসময় তিনি বলেন, আমাদের সকলকে সুরক্ষিত থাকতে হবে। সরকারের নির্দেশে চট্টগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।

আরকে/আর এস

এই বিভাগের আরও খবর