chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, গৃহবন্দী হাজার মানুষ

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ভয়াবহ বন্যায় বাধ্য হয়ে দেশটির হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। সেইসঙ্গে প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর স্থান প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ডে আটকা পড়া কয়েকশ’ পর্যটককে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।
টানা ৬০ ঘণ্টায় এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় ব্যাপক বন্যা দেখা দেয়ার পর সাউথল্যান্ড অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে, বন্যার কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ধসে গেছে এবং অনেক নদীর বাঁধ ভেঙ্গে গেছে। মটাউড়া নদীর পানি অনেক বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বুধবার গোর ও মটাউড়ার নিচু এলাকার লোকজনকে দ্রুত সরিয়ে নিতে বলেছে।
উইনধামে এ পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় সেখানের লোকজনকে অন্যত্র চলে যেতে প্রস্তুত থাকতে সতর্ক করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক নারী মুখপাত্র বলেন, ‘আমরা এ অঞ্চলের ছয় হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত থাকার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছি।’

এই বিভাগের আরও খবর