chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলীয় কারমাডেচ আইল্যান্ডসে ভূপৃষ্ঠের ১৫২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে। খবর রয়টার্স।

এর আগে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) কারমাডেচ আইল্যান্ডসে ভূপৃষ্ঠের ১৮৩ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কথা জানায়।

ভূমিকম্পের কারণে সুনামির কোনো হুমকি নেই বলে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) জানিয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে অসমর্থিত কয়েকটি সূত্র বলেছে, কারমাডেচ আইল্যান্ডস অঞ্চলে এক মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। দুই ভূমিকম্পই রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার বলে জানানো হয়েছে। তবে মূলধারার সংবাদমাধ্যমে এমন উপর্যুপরি ভূমিকম্পের কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, নিউজিল্যান্ডে ভূমিকম্পের কিছুক্ষণ পর কলম্বিয়ার পাইদেকুয়েস্তা অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৪৯ কিলোমিটার গভীরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

এর আগে আজ সকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরেক দেশ টোঙ্গায় ভূপৃষ্ঠের ১৬০ কিলোমিটার গভীরে একটি ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর