chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মারা গেলেন ৩ শ্রমিক 

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। তারা সবাই ইটভাটার শ্রমিক।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। অটোরিকশা চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটায় যাচ্ছিলেন পাঁচ শ্রমিক। পথে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপর ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর