chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাকরীর প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে বাধ্য, আটক ৬

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরীব, অসহায় ও অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের কারখানায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে বাধ্য করার প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা। নগরের বিভিন্ন জায়গায় আটকে রেখে প্রতারক চক্রটি অসমাজিক কাজে বাধ্য করতো বলে জানিয়েছে র্যা ব।

গতকাল (১৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় নগরের দেওয়ানহাট ও অলংকার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. শহীদুল ইসলাম পরান(২৪), মো. মোশারফ হোসেন (২৫), মোসাম্মৎ রূমা (২২),শাহিন আলম (৩৪), মো. সুজন (২৮), ময়না বেগম (১৮)।

র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গ্রামের মেয়েদের চাকরির আশ্বাস দিয়ে নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কাজে বাধ্য করাতো সংঘবদ্ধ চক্রটি। এসব চক্রের তথ্যে পেয়ে নগরের কয়েকটি এলাকায় এদের আটক করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর