chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ২৩১ জন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীন পাঁচ জেলায় ১১২ টি কেন্দ্রে ২৩১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অপরদিকে বিকেলে অনুষ্ঠিত পরীক্ষায় তিনটি কেন্দ্রের সব শিক্ষার্থী উপস্থিত ছিল।

বুধবার (১৫ডিসেম্বর) নবম দিনে সকালে বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্র ও উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়।

এর মধ্যে ২০ হাজার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৯ হাজার ৭৮৩ জন। অনুপস্থিত ছিলেন ২৩১ জন।

অন্যদিকে বিকেলে মানবিক বিভাগের গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ও ইসলামিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় নগরের তিনটি পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ চট্টলার খবরকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নির্বিঘ্নে নবম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় নিয়ে সকল কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সম্পন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর