chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘আমার গাড়ি নিরাপদ’ সেবা এগিয়ে গেল আরও এক ধাপ

চট্টলা ডেস্ক: নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীদের নিরাপদে চলাচলের জন্য সিএমপির নেওয়া ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেছে।
তার ধারাবাহিকতায় সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরীর জিইসি মোড়ে সিএনজির অটোরিকশার কার্যক্রম পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

জানা গেছে, নগরীর আটটি পুলিশ বক্সে একযোগে চলছে গাড়ি নিবন্ধনের কাজ। এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা ১৩ হাজার গাড়ির নিবন্ধনের পরিকল্পনা রয়েছে সিএমপির। নিবন্ধন পয়েন্টে গাড়ির চালক ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার বিতরণ করেন তিনি। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ করেন।

এ সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মো. শাহাদাৎ হোসেন রাসেল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলাম, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান, টিআই (প্রবর্তক) মঞ্জুর হোসাইনসহ সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সার্জেন্টরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক বিভাগ জানায়, প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরীর ৮টি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারের নিবন্ধন সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। এগুলো হলো, জিইসি মোড় ট্রাফিক পুলিশ বক্স, টাইগারপাস ট্রাফিক পুলিশ বক্স, নিউ মার্কেট ট্রাফিক পুলিশ বক্স, বহদ্দারহাট ট্রাফিক পুলিশ বক্স, বাদামতলী ট্রাফিক পুলিশ বক্স, অলংকার ট্রাফিক পুলিশ বক্স, মইজ্যারটেক ট্রাফিক পুলিশ বক্স ও সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশ বক্স। এসব বুথে চালক ও মালিকদের যাবতীয় কাগজপত্র দেখিয়ে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর