chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাগড়াছড়িতে হত্যা মামলার আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় আলোচিত কোরবান আলী সোহেল হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যারপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে

খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মোমিন সুমনের (২৮) বাড়ি সীতাকুণ্ডের দেয়াজীপাড়ায়। সে আব্দুল মান্নানের ছেলে। র্যা ব-৭ এর সহকারি পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ চপল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোরবার আলী হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কয়েকদিন ধরে ছায়াতদন্ত করে আসছিল র্যা ব। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে মামলার অন্যতম আসামি সুমন খাগড়াছড়িতে অবস্থান করছে বলে জানতে পারে। র্যাোবের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবোদে সে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

সুমনের বিরুদ্ধে এর আগেও সীতাকুণ্ড থানায় চারটি মামলা রয়েছে বলে জানান র্যাআবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৮ মে কোরবান আলীকে ধারালো ছোরার আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার পিতা মো. দেলোয়ার হোসেন (৭৫) বাদি হয়ে মামলা দায়ের করে। এই মামলায় গ্রেফতার আব্দুল মোমিন সুমনের (২৮) এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর