chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ৬ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ৬ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এমএসইএমএ) বরাত দিয়ে গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি রাজ্যের বিপর্যয়কর ক্ষতি করেছে এবং জাতীয় আবহাওয়া পরিষেবা এটিকে সর্বোচ্চ স্তরের টর্নেডো সতর্কতা জারি করে।

সংস্থাটি টুইটে জানিয়েছে, এগুলো প্রাথমিক প্রতিবেদন তবে সর্বশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।

দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা সর্বোচ্চ স্তরের টর্নেডো সতর্কতা জারি করে।

মিসিসিপির গভর্নর টেট রিভস রাজ্যের বাসিন্দাদের অনুরোধ করে বলেছেন ‘আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে দয়া করে সাবধানতা অবলম্বন করুন।’

অপর এক টুইটে নাগরিকদের মনে করিয়ে দিয়েছেন যে, ‘যদি কারো সরকারি আশ্রয়ে যেতে হয় তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ‘সামাজিক দূরত্ব অনুশীলন’ মেনে চলবেন।’

এই বিভাগের আরও খবর