chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামেও হাফ পাস না দিলে আন্দোলন চলবে

চট্টলা ডেস্ক: ঢাকার মতো সারা দেশের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রামে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর ২ নম্বর গেট এলাকায় নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে চলা বিক্ষোভে এ দাবি জানান তারা। প্রায় এক ঘণ্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালন শেষে জিইসি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আরিফ জানান, আজও চট্টগ্রামের সড়কে এক শিক্ষার্থী মারা গেছে। অনিরাপদ সড়ককে নিরাপদ করতে হবে। এসব হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। আর শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানতে হবে।
আরেক শিক্ষার্থী সাইমা জানান, শুধু ঢাকায় হাফ পাস চালু করলে হবে না, সারা দেশে এটা করতে হবে। আর না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর