chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

ডেস্ক নিউজ: বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে আবারও কমল জ্বালানি তেলের দাম। এক লাফে ব্যারেল প্রতি আরও ১০ ডলার কমেছে জ্বালানি তেলের দাম।

২০২০ সালের এপ্রিলের পর শুক্রবার সবচেয়ে বড় দরপতন হয় আন্তর্জাতিক বাজারে। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পরই হঠাৎ করে জ্বালানি তেলের দরপতন হয়।

করোনার এ নতুন ধরনের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ছিল ৭২.৭২ ডলার, যা গত সপ্তাহের চেয়ে ৮ শতাংশ কম।

এর আগে ব্যারেলপ্রতি দাম ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দর গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

এর আগে গত ১৯ নভেম্বর আরেক দফা কমেছিল আন্তর্জাতিক বাজারে। তখন ৮৫ ডলার থেকে কমে ৭৯ ডলারে নেমে আসে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর