chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যেভাবে গুগল ড্রাইভে ছবি রাখতে পারেন

প্রযুক্তি ডেস্ক: বিভিন্ন কারণে স্মার্টফোন থেকে ছবি বা গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়। তবে ফাইল বা ছবিগুলো আগেই গুগল ড্রাইভে স্টোর করে রাখলে এ অসুবিধায় পড়তে হয় না।

যেকোনো মোবাইল থেকে আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্ট লগইন করে হারিয়ে যাওয়া ছবিগুলো দেখতে পারবেন। মোবাইল হারিয়ে গেলে কিংবা নষ্ট হলেও আর চিন্তা নেই। জেনে নিন কীভাবে গুগল ড্রাইভে ছবি রাখতে পারবেন-

> গুগল ড্রাইভে ছবি রাখার জন্য আপনাকে প্রথমে গুগল ড্রাইভে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনি জিমেইল অ্যাকাউন্ট এর সাহায্যে গুগল ড্রাইভে লগইন করুন।

> এরপর + আইকনের ওপর ক্লিক করলে আপনি যে কোনো ছবি গুগল ড্রাইভে রাখতে পারবেন।

> এরপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে Upload অপশনে ক্লিক করার পর, যে ছবিটি গুগল ড্রাইভে রাখতে চান সেটির ওপর ক্লিক করুন।

> ছবিটির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে আপনার ছবিটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর আপনি মোবাইল থেকে ছবিটা ডিলিট করে দিলেও, নির্দিষ্ট ছবিটি আপনার গুগল ড্রাইভে থেকে যাবে।

যদি গুগল ড্রাইভে ফোল্ডার তৈরি করে তার মধ্যে ছবি রাখতে চান, তাহলে + Plus আইকনটিতে ক্লিক করুন। Folder অপশনে গিয়ে, নতুন একটি ফোল্ডার তৈরি করুন। নিজের পছন্দমতো একটি নাম দিতে পারেন ফোল্ডারটির।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর