chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদি আরবে কারফিউ এর মেয়াদ বাড়লো

করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যমান কারফিউর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। ঘোষণায় বলা হয়ছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

রোববার (১২ এপ্রিল) কারফিউয়ের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেয় দেশটি। সৌদি আরবের সরকারি গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

এর আগে সৌদি বাদশাহ গত ২৩ মার্চ থেকে ২১ দিনের কারফিউ জারির ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে।

তবে গত সপ্তাহে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় রিয়াদ ও অন্যান্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে রাজ পরিবারও। সৌদি রাজ পরিবারের ১৫০ জনের বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর