chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচে ঘিরে সিএমপি সাত স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট উপলক্ষ্যে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে সিএমপি কমিশনার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার জানান, একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রাখ আগামী ২৩ নভেম্বর চট্টগ্রাম পা রাখবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট টিম। সফরের সময় ক্রিকেটারদের হোটেল অবস্থান কালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে এস্কর্ট প্রধান, বিমান বন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রীক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রীক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।

এর পাশাপাশি কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে ৯০০ পুলিশ সদস্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফরে নিরাপত্তা দিবে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর